সব
সিলেটের বিশ্বনাথে ৪১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ আয়োজিত জানাইয়া রোডস্থ সুলেমান ভিলায় অস্থায়ী কার্যালয়ের সামনে এসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বক্তব্যে নুনু মিয়া বলেন, প্রতিবন্ধিরাও সমাজের একটি অংশ। তাদেরকে খাটো করে দেখলে চলবেনা। তারা আমাদের ভাই-বোন। এই প্রতিবন্ধিরা আজ সরকারের বিভিন্ন কাজে নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাইব আমাদের উপজেলার যেসকল প্রতিবন্ধিরা রয়েছেন তাদের জন্য কাজ করা। সামাজিকভাবে সবাইকে তাদের উন্নয়নে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ৪৬১ জন প্রতিবন্ধিদের জন্য বিশাল একটি বরাদ্দ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী তাদের জীবনমানের উন্নয়নে ইতিমধ্যে তাদের জন্য কাজ চলামন রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি প্রতিবন্ধিদের পরিবারকে ঘর প্রদান হয়েছে।
বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. নবী হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হালিমা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের নর্থামপটন আওয়ামী লীগের সভাপতি এম.এ রউফ, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও বিশ্বনাথ প্রতিবন্ধী ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা এস.আই খান, বিশ্বনাথ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল হক, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাদিকুর রহমান। শুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য হাফিজ কবির আহমেদ।
এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতিবন্ধিদের অগ্রাধিকার ও অন্তভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ। প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা। এরআগে বেলা ১২টায় র্যালী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি