সব
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতা’র উদ্যোগে ২৬ আগষ্ট বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের হলরুমে নারী নেত্রীদের ইউনিয়ন পর্যায়ের সরকারী-বেসরকারী কমিটি বিষয়ের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শায়েকুর রহমান এর সভাপতিত্বে ও অপরাজিতা’র বিশ্বনাথ উপজেলা সমন্বয়কারী বেলাল আহমদ এর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অপরাজিতা’র বিভাগীয় কেপাসিটি বিল্ডিং অফিসার কামরুল ইসলাম।
অংশগ্রহণ করেন ৩নং অলংকারী ইউনিয়নের সদস্য আব্দুল ওয়াদুদ, সদস্যা আছমা বেগম, সিরিয়া বেগম, আমিনা বেগম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে অপরাজিতা কমিটির সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শায়েকুর রহমান বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এজন্য তৃণমুল থেকে নারী নেতৃত্ব সৃষ্টিতে সকলকে কাজ করতে হবে। নারী পুরুষের সমান অংশগ্রহণ ব্যতিত দেশের উন্নয়ন সম্ভব নয়। অপরাজিতা দেশের নারী ক্ষমতায়নে কাজ করছে। যা সত্যি প্রশংসার দাবীদার। তাদের সেই উদ্যোগকে সফল করে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি