সব
আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথের লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিয়নে প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এজন্য মহড়ার জন্য ভোটের দুইদিন আগে ২৯ জানুয়ারী অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা গোলাম সারওয়ার। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯০৫। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৫০, নারী ভোটার ১০ হাজার ৩৫৫। কেন্দ্র সংখ্যা ১০টি ও বুথ সংখ্যা ৫৮টি। অপর দিকে ২নং খাজাঞ্চী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫১৭। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭০১, নারী ভোটার ১০ হাজার ৮১৬। কেন্দ্র সংখ্যা ১৩টি, বুথ সংখ্যা ৬০টি। এখনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যার তালিকা করা হয়নি। এদিকে, গত নির্বাচনের তুলনায় লামাকাজিতে ১ হাজার ৮৩১ ভোট ও খাজাঞ্চিতে ১ হাজার ৩৭৫ ভোট কমেছে। তবে, দুই ইউনিয়নে নতুন ভোটারদের সংখ্যা বলতে পারেনি নির্বাচন অফিস।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের রিটানিং কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, উপজেলায় প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইভিএমে ভোট জালিয়াতির কোন সুযোগ নেই এবং অতি দ্রুততার সাথে ভোটের ফলাফল পাওয়া যাবে। তিনি এই দুই ইউনিয়নের সাধারণ ভোটারদের আগামী ২৯ জানুয়ারি মক ভোটে অংশ নেয়ার আহবান জানান।
ইউএনও নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, উপজেলায় যাতে শান্তি ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। ভোটের প্রচারণায়, ভোটের দিন ও মক ভোটে করোনা স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি আহবান জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি