বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকদের পরিচয় পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ১০:২৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের বিমানবন্দর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে।

আহতরা হচ্ছেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে হৃদয় (২৫) ও একই উপজেলার লাউতল গ্রামের আব্দুল খালিকের ছেলে জয়নাল (২৭)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার মালনীছড়া চা-বাগান মসজিদের সামনে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার (রেজি. নং-ঢাকা মেট্রো.-গ-৩৫-৩৯৯৮)-এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল ও হৃদয় গুরুতর আহত হন।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পরে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি