সব
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিটিভির সাবেক প্রযোজক, নির্মাতা ও শিক্ষক কানাইঘাটের কৃতি সন্তান আহসান হাবীব কোহিনুর(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছোট ভাই
বদরে আলম চৌধুরী বাবু মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।
মৃতুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৩ ভাই, ২ বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। আজ সোমবার জোহরের নামাজের পর মগবাজারস্থ জহুরা টাওয়ার প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
কর্মজীবনে বিটিভিসহ একাধিক টেলিভিশনে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘ফিল্ম, টেলিভিশন এন্ড ডিজিটাল মিডিয়া (এফটিডিএম)’ ডিপার্টমেন্টসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি