সব
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিজিবির অভিযান ভারতীয় ১৯১ বোতল মদ সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে শ্রীপুর চা-বাগানে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় চার কাটুনে ভর্তি ভারতীয় অফিসার চয়েজ, ব্লু অফিসার চয়েজ এবং মেঘ ডুয়েল সর্বমোট ১৯১ বোতল মদ আটক করে ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল সিলেটে জালালাবাদ গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আনা মিয়া (৪১) নেত্রকোনা জেলার আলতু মিয়ার ছেলে শাহ আলম (৩৯)। তারা দীর্ঘ দিন হতে মোকামবাড়ী, শ্রীপুর, আলুবাগান, আর্দশগ্রাম, মিনাটিলা, কাটালবাড়ী এবং কেন্দ্রী দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে বলে স্বীকার করেন ।
এ বিষয়ে শ্রীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইউনুছ আলী বলেন, ৩টি ব্যান্ডের ১৯১ বোতল মাদক সহ দুই জনকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি