বিচারককের কামরায় অবাঞ্ছিত প্রবেশ : এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে বিচারকে খাস কামরায় বিনা অনুমতিতে প্রবেশে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সিলেটের জকিগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেনে সাগরের খাস কামরায় এ অবাঞ্ছিত প্রবেশের ঘটনা ঘটে। এসআই রাজা মিয়া জকিগঞ্জ থানায় কর্মরত ছিলেন, তাকে সিলেট জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ আমলি আদালতের একটি মামলায় (সি আর মামলা নং ৫৮) তদন্ত কর্মকর্তা এস আই রাজা মিয়া তদন্ত শেষে একজন আসামীকে অব্যাহতি দিয়ে বাকি তিনজন আসামির বিরুদ্ধে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন।

বুধবার ওই মামলার শুনানির দিন ধার্য ছিল। এসআই রাজা মিয়া সাক্ষী দিতে গিয়ে আদালত শুরু হওয়ার পূর্বে বিচারকের খাস কামরায় ঢুকে পড়েন। বিনা অনুমতিতে খাসকামরায় প্রবেশ করায় অসন্তুষ্ট বিচারক আনোয়ার হোসেনে সাগর রাজা মিয়াকে ভর্ৎসনা করেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) লুৎফর রহমান জানান, এ ঘটনার প্রেক্ষিতে সিলেটের পুলিশ সুপার এসআই রাজা মিয়া কে পুলিশ লাইনে ক্লোজ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি