সব
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে তাকে বহিস্কার করে দলটি। ফারুক আহমদ দুঃখ প্রকাশ করে আবেদনের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে বিএনপি নেতা ফারুক আহমদ বলেন, দলীয় শৃঙ্খলার প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল ছিলাম,আছি। ভবিষ্যতেও থাকবো। বহিস্কারাদেশ প্রত্যাহার প্রক্রিয়ায় যারা ছিলেন তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি