বিএনপি নেতা ফারুক আহমদের বহিস্কারাদেশ প্রত্যাহার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ৮:১০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে তাকে বহিস্কার করে দলটি। ফারুক আহমদ দুঃখ প্রকাশ করে আবেদনের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে বিএনপি নেতা ফারুক আহমদ বলেন, দলীয় শৃঙ্খলার প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল ছিলাম,আছি। ভবিষ্যতেও থাকবো। বহিস্কারাদেশ প্রত্যাহার প্রক্রিয়ায় যারা ছিলেন তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি