সব
সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে সুরমা নদীর তীরবর্তী এলাকার বিভিন্ন এলাকায় পানি উঠে পড়েছে। এছাড়া গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১১টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এদিকে নদ-নদীতে পানি বাড়ার সাথে সাথে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
এতে ভোগান্তি বেড়ে সীমান্ত এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। কোথাও কোথাও সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া রয়েছে বিশুদ্ধ পানির সংকট।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি