বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত

প্রতিনিধি, বাহুবল ;
  • প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ৭:০১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ছয়টার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরি আব্দানারায়ণ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শাহিদা (৩৫), মালেকা খাতুন (২২) ও প্রাইভেটকারের চালক। তবে চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি