বাহুবলে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, আহত ১৫

বাহুবল প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৭ মে ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে এনা পরিবহনের বাসের সাথে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এতে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়লে যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে যাত্রী নিয়ে এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-২০৫১) ঢাকা যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রিমিয়ার সিমেন্টবোঝাই (ঢাকা মেট্রো উ-১১-৪৬৭৫) একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেন।

খবর পেয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাহুবল-নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে বিকেল ৪টার দিকে ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে অন্যনান্য যানবাহনের চলাচল স্বাভাবিক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি