বাসদ নেতা রুমন ও ডা. মনীষা চক্রবর্ত্তী সিলেটে আসছেন রোববার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ইমরান হাবিব রুমন এবং বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ‘গরীবের ডাক্তার খ্যাত’ ডা. মনীষা চক্রবর্ত্তী আগামীকাল রবিবার (২১ নভেম্বর) সিলেটে আসছেন।

সিলেটে অবস্থানকালে আগামীকাল ২১ নভেম্বর বরিবার বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৫ দফা দাবিতে সংহতি সমাবেশে বক্তব্য রাখবেন। সংহতি সমাবেশে সিলেট বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এরপর ইমরান হাবিব রুমন ও ডা. মনীষা চক্রবর্ত্তী সিলেটে শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করবেন।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও যুগ্ম আহবায়ক প্রণব জ্যোতি পাল এবং রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সংগঠক মন্জু আহমদ এক বিবৃতিতে আগামী কাল রবিবারে ৫ দফা দাবিতে সংহতি সমাবেশ সফল করার জন্য আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি