সব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকা থেকে পাথর ও বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় জাফলং ব্রিজের উপরে কোয়ারি সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রাণের দাবি, পাথর কোয়ারি খোলা চাই। ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। কাজ চাই, ভাত চাই, জাফলং পাথর কোয়ারি সচল চাই। জাফলংয়ে পাথর, বালু উত্তোলন করতে দাও, ডাল-ভাত খেয়ে বাঁচতে দাও।’ এরকম নানা স্লোগান সংবলিত প্লেকার্ড নিয়ে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শাহজাহান সিরাজের পরিচালনায় জাফলংয়ে বালু ও পাথর উত্তোলনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) সভাপতি সামসুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খাঁন, জাফলং আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ডা. নূরুল ইসলাম, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম খান, সুলতান মাহমুদ, সুলেমান শিকদার, আব্দুল মান্নান, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারি শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন আহমদ, মুখতলা বালু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রউফ (কালু মিয়া), সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাউরভাগ হাওর-বাংলা বাজার ইঞ্জিন নৌকাচালক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বাউরভাগ হাওর-বাংলা বাজার পূর্বপার ইঞ্জিন নৌকা চালক সমিতির সভাপতি গহর আলী, বাউরভাগ হাওর উদয়ন তরুণ সংঘের সভাপতি আওয়াল মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা আইনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন থেকে জাফলংয়ের শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। তার উপর আবার ধাপে ধাপে বন্যা। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। তাই এই এলাকার শ্রমিকরা যাতে দুইবেলা দু’মুঠো খেয়ে-পরে বাঁচতে পারে, সেদিক বিবেচনা করে বালু-পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি