বারবার সরকার পরিবর্তনে দেশ উন্নত হয়না: এমপি মানিক

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১০:২১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেছেন, মালয়েশিয়া আজ বিশ্ব এতো উন্নত তার প্রধান কারন হচ্ছে এক সরকারকে বারবার নির্বাচিত করা। ‘বারবার সরকার পরিবর্তনে দেশ উন্নত হয়না’। আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে বর্তমান সরকারের আমলে। আরো হবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে। তবেই আমরা আরো সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত হবো। প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যাবেনও। আপনাদের সবার আরো সহযোগীতা প্রয়োজন।

ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে এডিবির অর্থায়নে ১৭লক্ষ টাকা ব্যয়ে তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তা শুভ উদ্বোধন সম্পন্ন শেষে শুক্রবার সন্ধায় সুনামগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল গফফারের বাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক উপরোক্ত কথা গুলো বলেন।

আলোচনা সভা মাষ্টার মাফিজ আলীর সভাপতিত্বে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সাধারন নুরুল হকের সঞ্চালনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, প্যানেল মেয়র তাপস চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, চেয়ারম্যান সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক সুয়েবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ডালিম আহমদ, ছাত্রলীগ নেতা দিনুল ইসলাম শ্যামল।

এতে আরো উপস্থিত ছিলেন, মুশাহিদ আলী, যুবলীগ নেতা আরশ আলী, আব্দুস সালাম, মাহবুব আলম, মিনার হোসেন, শানুর মিয়া, মাসুক মিয়া, আলী হোসেন, তজমুল হক রিপন, হাবিবুর রহমান বাবলু প্রমুখ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি