বানিয়াচংয়ে প্রশাসনের অভিযানে জব্দ ‘কারেন্ট জাল’

বানিয়াচং প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ জুলাই ২০২০, ৩:১৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ভস্ম করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
ইউএনও মাসুদ রানা বলেন, গ্যানিংগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৯৬ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, বানিয়াচংয়ের হাওর হবে দেশীয় মাছের অভয়ারণ্য এবং এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং বানিয়াচং থানার এসআই গৌতম সরকারসহ থানার কতিপয় পুলিশ সদস্য।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি