বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, পুলিশ মোতায়েন

বানিয়াচং প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের গাজীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত রাজধর মিয়ার পুত্র নুরুল হক (৫৫) ও মৃত ওয়াজেদ উল্লাহর পুত্র কাছা মিয়া (৮০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাল্লা-মধুপুরের হাওরে বোরো জমিতে ধান রোপনকে কেন্দ্র করে আলাই মিয়া ও নূরুল হকের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলাই মিয়ার লোকজন নূরুল হককে ইট দিয়ে আঘাত করে আহত করে। পরবর্তীতে আহত নূরুল হককে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই ঘটনায় প্রতিপক্ষের হামলায় কাছা মিয়া নামে এক বৃদ্ধও মারা গেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম জানান, নিহত নূরুল হক ও প্রতিপক্ষ আলাই মিয়া সম্পর্কে মামা ভাগ্নে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি রোপনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি