সব
হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কদ্দুস (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের ৩নং ইউপির ৩ নং ওয়ার্ডের আদার বাড়ি মহল্লার বাসিন্দা।
রোববার (১৯ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার কালাডোবা নামক স্থানে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পরে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
বানিয়াচং থানার ওসি এমরান হুসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কোন মালিক পাওয়া যায়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি