বানিয়াচংয়ে ইউসূফ ডাকাত গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ৩:০৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বানিয়াচংয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য ইউসূফ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইউসুফ উপজেলা সদরের সৈদারটুলা গ্রামের শফিক মিয়ার ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইউসূফ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ধর্ষণ, মাদকসহ ৭টি মামলা রয়েছে। সবগুলো মামলায় সে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী। ইউসূফ ডাকাত গ্রেপ্তারের খবর শোনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ইউসূফ ডাকাত অত্যন্ত দুর্ধর্ষ। সে ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি, মাদকসহ ৭টি মামলার আসামী। সে সাথে সবসময় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। তাকে ধরতে বেশ কয়েকবার আমরা অভিযান চালিয়েছি। অবশেষে আজ তাকে অত্যন্ত সু-কৌশলে এবং সাহসীকতার সাথে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি