‘বাড়ী বিলীন হয়েগেছে’ ‘এবার ঘর বিলীন হওয়ার পথে’

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ৯:২৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেছেন, ভঠের খালের নদী ভাংগনে ঋষি সম্প্রদায়ের বাড়ী বিলীন হয়েগেছে, এখন ঘর বিলীন হওয়ার পথে সেই সাথে ৫শ মিটার পাকা সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্কুলের শিক্ষার্থীরা ঝুকি নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করে । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি নিকট গ্রামবাসীর পক্ষ থেকে বিনীতভাবে প্রার্থনা জানাই দ্রুত পূর্ণবাসন ও সড়ক সুরক্ষা সবিনয় দাবী জানিয়ে তিনি আরও বলেন- সরকার দেশে উন্নয়ন করছে জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত এই এলাকার সমস্যা সমাধানের লক্ষ্য জনবান্ধন সরকার এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন দক্ষিনে ভটেরখালে ভাংগনস্থল পরির্দশন কালে উপরোক্ত কথা গুলো বলেছেন ।

এসময় অন্যানদের মধ্যে- প্রবীণ মুরব্বি মুজিবুর রহমান, মাওঃ আব্দুস সামাদ আল মদিনা, আবুল কালাম আজাদ, কাওসার আহমদ, সায়াদ মিয়া, লোকমান মিয়া সহ শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি