সব
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় বাঘার ঐতিহ্যবাহী হাতালীমাঠে এই ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
ফাইনাল ম্যাচে মাঠভর্তি দর্শকদের উপস্হিতিতে বাঘা এলিভেন ও ইয়াং বয়েজের মধ্যে খেয়ার ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে এবং ট্টাইভেকারে ইয়ং বয়েজ চ্যাম্পিয়ান হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্রীড়াবিদ ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুস ছামাদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আওয়ামী লীগ নেতা আরজমন্দ আলী, সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রমিজ আলী।
এসময় অন্যান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন রুস্তমপুর জালালাবাদ আদর্শ সংগের সভাপতি সাইদুল ইসলাম মিজান, সামাজিক ব্যাক্তিত্ব হিলাল আহমদ, সরওয়ার হোসেন। ফাইনাল খেলা পরিচালনা করেন বাঘা ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়াবিদ কুতুব আলী ফাইনাল খেলা শেষে অথিতিবৃন্দ চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি