সব
সিলেটের তারাপুর চা বাগান এলাকায় কাঁচা গাঁজা চাষাবাদ করতেন লাল মিয়া নামের এক ব্যক্তি। বেশ কিছুদিন থেকে গোপনে তিনি গাঁজার চাষ শুরু করলেও সম্প্রতি সংবাদ পায় র্যাব। তাই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। এসময় বিশালাকারের ৯ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
সোমবার (৩১ মে) বিকাল ৫ টা ৪০ মিনিটের দিকে তারাপুর চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন।
আটক ব্যক্তি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি