সব
সদ্য প্রয়াত দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও ভাষা সৈনিক আবুল মাল আব্দুল মুহিত এঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
শনিবার (৩০ এপ্রিল) সিলেটের সাবেক এ জেলা প্রশাসক বলেন, মুহিত স্যার আমাদের সকলের প্রিয়ভাজন ছিলেন। তিনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র।
শ্রদ্ধেয় মুহিত স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আপনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, চাকরির সুবাদে সিলেট থেকে পরিচয়ের শুরু হলেও বলতে গেলে শেষ পর্যন্ত উনার সাথে আন্তরিক সম্পর্ক ছিল। উনার কাছ থেকে অনেক স্নেহ পেয়েছি। দেশের বাইরে থাকায় শ্রদ্ধেয় স্যার এর শেষ বিদায়ের বেলায় থাকতে পারিনি বলে মনে মনে খুব কষ্ট অনুভব করছি। মহান রাব্বুল আল আমিন মুহিত স্যারকে জান্নাত বাসী করুন এবং মহান আল্লাহ আপনাদের পরিবারের সকলকে সুখ সইবার তৌফিক দান করুন।
উল্লেখ্য যে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রেকর্ডবার সংসদে বাজেট উপস্থাপনকারী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি