বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমিয়েছে চীন। চলতি মাসের ১১ তারিখ থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ভিসা ফি বলবৎ থাকবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভিসা ফি কমানোর বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। ছয় মাসের নিচে ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ফি (রেগুলার ডেলিভারি) ২ হাজার ৪০০ টাকা এবং ডাবল এন্ট্রি ৩ হাজার ৬০০ টাকা। এক্সপ্রেস ও আর্জেন্ট ভিসার ক্ষেত্রে চার্জ বেশি।

ছয় মাসের বেশি মাল্টিপল ভিসার (রেগুলার ডেলিভারি) জন্য ফি ৪ হাজার ৮০০ টাকা এবং ১২ থেকে ২৪ মাসের মাল্টিপল ভিসার ফি ৭ হাজার ২০০ টাকা।

ভিসা ফির নতুন এ নিয়ম আগামী ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি