সব
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ঈদ উপহার দিয়েছে সিলেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “বাঁধন-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট”।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঈদ উপহার বিতরণ করা হয় ।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ৩৪টি অস্বচ্ছল পরিবার” এর মাঝে ঈদ উপহার সামগ্রী ও ৬টি অস্বচ্ছল পরিবার” কে নগদ অর্থ সহ মোট ৪০টি পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে।
ঈদ উপহারে দেওয়া হয়, প্রত্যেক পরিবারকে দেড় কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, আধা লিটার তেল, ১ কেজি চিনি, আধা কেজি ময়দা, আপ লিটার দুধ ও কিশমিশ দেওয়া হয়।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিটের শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মো. রাশেদ আল মামুন, প্রফেসর ড.জসিমউদ্দীন আহমেদ, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান ও ড. মোঃ মাহফুজুল হক। এছাড়াও ছাত্র উপদেষ্টা ও বাঁধনকর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি