সব
বহিস্কৃতদের থেকে সতর্ক থাকার জন্য নেতাকর্মিদের কঠিন বার্তা দিল সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি। বহিস্কৃতদের সহযোগিতা করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করারও হুশিয়ারি দেন তারা।
শুক্রবার (১০ আগস্ট) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, বিগত দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে কয়েকজন দল থেকে বহিষ্কার হয়েছেন। তারা বিগত দিনে স্বৈরাচার হাসিনা সরকারের দালালি করে সুবিধা নিয়েছেন। এইসব চিহ্নিত দালাল ও বহিস্কৃতদের কোনভাবে সহযোগিতা না করার আহবান জানান তারা। দলের কোন নেতা বা কর্মি বহিস্কৃতদের সাথে সম্পর্ক বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারিও দেন তারা।
আরও উল্লেখ করা হয়, বিশ্বনাথ উপজেলা বিএনপিসহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল শাখার সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার নেতৃত্বে বিশ্বনাথের বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে ও সকল কার্যক্রম চলমান রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি