বলাউরায় বিআরটিসি বাস খাদে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা এলাকায় বিআরটিসি বাস খাদে পড়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার বিকেল চারটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় যাচ্ছিল বাসটি। পথিমধ্যে সিলেট নগরীতে বেশিরভাগ যাত্রী নেমে যান। সিলেট থেকে ছাতক যাওয়ার পথে বাসে মাত্র ৬ জন যাত্রী ছিলেন। রোববার বিলে ৪টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে পাস দিতে গিয়ে পার্শ¦বর্তী খাদে উল্টে পড়ে বিআরটিসি বাসটি। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলীও। তিনি জানান, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি, পাশাপাশি সিলেটের বিভিন্ন হাসপাতালেও খোঁজ নিচ্ছি। এখনো আহত বা নিহত কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খাঁন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমার টিম সিলেট এমএজি ওসমানী মেডিকেল, রাগীব রাবেয়া মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছে। গাড়ির চালক বা সংশ্লিষ্ট কারো পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি