বর্ষায় ‘সবচেয়ে বেশি’ বৃষ্টি সিলেটে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৫ জুন ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

পয়লা আষাঢ়ের আগমন দিয়ে প্রকৃতিতে আজই শুরু হয়েছে বর্ষা ঋতু। যদিও সারাদিন বর্ষার আগমনধ্বনি টের মেলেনি। দিনভর প্রচণ্ড খরতাপে পুড়ার পর বিকাল থেকে অবশ্য বৃষ্টিতে ভাসছে সিলেট। আবহাওয়া অধিদপ্তরের আভাস বলছে, এই বর্ষায় দেশের মধ্যে সিলেটের আকাশ থেকেই ঝরবে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি।

দেশে জুনের মাঝামাঝি থেকে আগস্টের মধ্যভাগ অবধি সময় বর্ষাকাল। বাংলা দিনপঞ্জিতে যেটা আষাঢ় ও শ্রাবণ মাস হিসেবে চিহ্নিত। বর্ষার শুরুতে, জুনের মধ্যভাগ থেকে শেষভাগ অবধি সিলেট বিভাগে ৬৯৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিমাণ দেশের মধ্যে সর্বোচ্চ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুনের শেষ পর্যন্ত চট্টগ্রামে ৬৫০ মিলিটিমার, বরিশালে ৫৩০ মিলিমিটার, ময়মনসিংহে ৪৭৫ মিলিমিটার, রংপুরে ৪৩০, ঢাকায় ৩৯০ ও রাজশাহীতে ৩৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এ সময়ে দেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত ৩২৫ মিলিমিটার, হতে পারে খুলনায়।

প্রবল বর্ষণের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলছেন, সিলেট জেলায় এ বছর বৃষ্টির পরিমাণ অনেক কম।

তিনি বলেন, সর্বশেষ ৩০ বছরের গড় হিসাবে সিলেট জেলায় প্রতি বছর ৪১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়। কিন্তু এ বছর প্রায় ছয় মাসে মাত্র ৯০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। অন্য বছর তো এপ্রিল, মে মাসেই এক হাজার মিলিমিটার বৃষ্টি হয়ে যায়। এ বছর তাও হয়নি।

সাঈদ আহমদ চৌধুরী জানান, চলতি জুন মাসে সিলেট জেলায় ২৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

বড় আকারের কোনো বন্যার আভাস এই মুহূর্তে নেই বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি