বর্ষার বৃষ্টিতে আনন্দ-ভোগান্তি (ছবির গল্প)

;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ষড়ঋতুর মধ্যে বৈশিষ্ট্য ও বৈচিত্র্যে বর্ষাকাল সবচেয়ে আকর্ষণীয়। বসন্তকে ঋতুরাজ বললেও রূপের গৌরব ও প্রকৃতির সৌন্দর্যের জন্য বর্ষাই প্রকৃতির রানী। বর্ষার আগমনে খালবিল জলমগ্ন হয়ে যায়। বর্ষার মাঠে এলোমেলো বাতাসে সবুজ ধানের শিষগুলোর দুলুনি আর পানির ঢেউয়ের ছন্দমিল দৃশ্য অভিভূত করে তোলে মন। খালবিলে অজস্র শাপলা ফুটে হাসতে থাকে। ছোট ছেলেমেয়েরা ডুবে ডুবে শাপলা-শালুক কুড়ায়, যেন ডুবসাঁতারে হার মানায় পানকৌড়িকেও।

বৃষ্টি পড়ছে। গন্তব্যে ফেরার তাড়াও আছে। তাই তো বৃষ্টিতে ভিজেই গন্তব্যে ফিরছেন ।

 

বৃষ্টির মধ্যে যাত্রী সংকট। তবুও থেমে নেই জীবন।

 

ফিরতে হবে গন্তব্যে। বৃষ্টিতে ভিজে হলেও পৌঁছতেই হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি