বর্ণাঢ্য আয়োজনে বড়লেখায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বর্ণাঢ্য আয়োজনে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ শাখা। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ উপলক্ষে পৌর শহরে র্যা লি বের করে ছাত্রদল। র ্যালী লীটি শহর ঘুরে পথ সভায় মিলিত হয়।

পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সল আহমদ।

বড়লেখা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান শিপার ও বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এস এম শরিফুল ইসলাম বাবলু।

এসময় বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও প্রতিষ্ঠাবার্ষিকী বাস্তবায়ন উপ কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুহিবুর রহমান আসুক, বড়লেখা পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাইফুর রহমান শিপার, বড়লেখা পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আবু সুফিয়ান সাদি, বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিসবাহ উদ্দিন, বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ ছাত্রনেতা আহমদ মজনু, দাসেরবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ ছাত্রনেতা মুজিবুর রহমান ময়নুল, তরুণ প্রজন্মদল বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ সেজু, প্রতিষ্ঠাবার্ষিকী বাস্তবায়ন উপ কমিটির সদস্য ইকবাল হোসেন, বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাদিকুর রহমান সাদিক, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহŸায়ক রিপন আহমদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শাহিন আহমদ, বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য গাচ্ছান আহমদ, বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য মাসুমুর রহমান মাসুম, পৌর ছাত্রদলের যুগ্ন আহŸায়ক রাবু আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক উসামা বিন রহমান, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মাজহারুল ইসলাম, জবরুল হোসেন, প্রতিষ্ঠাবার্ষিকী বাস্তবায়ন উপ কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, আমিনুল হোসেন, ছাদ উদ্দিনসহ বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ, বড়লেখা সদর ইউনিয়ন, কাঠালতলী ইউনিয়ন, সুজানগর ইউনিয়ন, দক্ষিণভাগ ইউনিয়ন, তালিমপুর ইউনিয়ন, দাসেরবাজার, বর্ণি ইউনিয়ন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এস এম শরিফুল ইসলাম বাবলু বলেন, ‘অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণকারী সকল ইউনিটের নেতাকর্মীদের মৌলভীবাজার জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। বড়লেখার ছাত্র রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনটি।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি