সব
দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে প্রচুর পরিমানে বৃষ্টির সাথে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দিন রাতের টানা বর্ষণের ফলে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ডুবে যায় মানুষের ঘরবাড়ি। পানি বাড়ার সাথে সাথে দেখা দেয় অসহায় মানুষের খাবারের সংকট।
নগরীর তেররতন এলাকা এবং ছড়ারপারের বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়ে অসহায় হয়ে পরে অসংখ্য মানুষ। মানুষের কষ্ট আর অসহায়ত্ব দেখে আর ঘরে বসে থাকতে পারেনি ডা আরমান আহমেদ শিপলু।
নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা না করেই বাবা সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মতো মানুষের পাশে ডা.আরমান আহমেদ শিপলু।
মঙ্গলবার নগরীর তেররতন এবং ছড়ারপারে বন্যায় অসহায়দের মাঝে চাল এবং শুকনো খাবার বিতরণ করেন সাবেক মেয়র কামরান পুত্র ডা. আরমান আহমেদ শিপলু।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি