সব
সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর’ নামের সংগঠনের উদ্যাগে বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ( ১৮জুলাই) সকালে সংগঠনের নেতৃবৃন্দ জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাছিবিলের পাড়, ৬ নং ও ৭ নং ওয়ার্ড সহ দুর্গত এলাকায় দ্বিতীয় দিনে দুইশত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন।
ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ১টি সাবান ও ৪টি করে স্যালাইন বিতরণ করা হয়েছে।
বিতরণকাজে অংশ নেন সংগঠনের সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, রুবেল আহমেদ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি