বন্যার্তদের ‘হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর’র ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধি,জগন্নাথপুর ;
  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ৬:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর’ নামের সংগঠনের উদ্যাগে বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ( ১৮জুলাই) সকালে সংগঠনের নেতৃবৃন্দ জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাছিবিলের পাড়, ৬ নং ও ৭ নং ওয়ার্ড সহ দুর্গত এলাকায় দ্বিতীয় দিনে দুইশত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন।

ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ১টি সাবান ও ৪টি করে স্যালাইন বিতরণ করা হয়েছে।

বিতরণকাজে অংশ নেন সংগঠনের সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, রুবেল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি