বন্দরবাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে নগরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে সিলেট জেলা প্রশাসন। সোমবার (১১ এপ্রিল)বিকেল সাড়ে ৩ টায় নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় এসব এলাকার ব্যবসায়ীদেরকে স্বাভাবিকমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদেরকে দোকানে মূল্যতালিকা রাখতে বলা হয়। পাইকারীমূল্য পণ্যক্রয়ের রশিদও সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং খুচরা বিক্রেতাদের নিজস্ব পেডে মুদির দোকানের বিশেষ আইটেমের কারবন কপির রাখার নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্হিত ছিলেন, ব্যাবসায়ী নেতারা ও পুলিশ সদস্যরা।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রমজান মাসকে সামনে রেখে একদল অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এদের ঠেকাতে আমাদের জেলা প্রশাসনের অভিযান। নিয়মিত এ অভিযান পরিচালিত হবে।

তিনি জানান, রমজানে দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ও বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি