বড়লেখায় স্কাউটসের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা স্কাউটসের উদ্যোগে বাজারে আসা তিন শতাধিক লোকজনের মাঝে এগুলো বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস সভাপতি মো. শামীম আল ইমরান।

অন্যদের মাঝে এই কার্যক্রমে অংশ নেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এলাকার সমাজসেবক রফিক উদ্দিন আহমদ, স্কাউটার জাফর আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি