সব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে স্টেপ-২১ লিমিটেডের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে স্টেপ-২১ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে চুক্তিনামায় স্বাক্ষর করেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি এবং স্টেপ ২১ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আইটি প্রতিষ্ঠান হিসেবে স্টেপ-২১ লিমিটেডর যাত্রা শুরু হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী, প্রকল্প পরিচালক এডভোকেট গোলাম সারওয়ার ভুইয়া, ওমেন এন্টার প্রেনার নাসিমা আক্তার নিশা, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, স্টেপ ২১ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক বদরুল আজাদ রানা, পরিচালক হাবিবুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল, রিপন আহমদ প্রমুখ।
স্টেপ-২১ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান জানান, যে পরিমাণ স্পেসের বরাদ্দ পেয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত, যদি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আরো বেশি পরিমাণে স্পেস দেয় তবে ৫০০ এর অধিক শিক্ষিত বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে তার প্রতিষ্ঠান। এজন্য হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নিকট আরো বেশি স্পেস বরাদ্দ প্রদানের জন্য আবেদন জানান। উল্লেখ্য ইতিমধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ স্টেপ ২১ লিমিটেডকে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য তিনবিঘা জমি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি