সব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় চারজনের বিরুদ্ধে সুনামগঞ্জ আমলি আদালতে মামলা দায়ের করেছেন ছাতক উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. নোয়াব আলীর পুত্র। গত রোববার (৩০ মে) তিনি আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, ছাতক উপজেলার বড়চাল গ্রামের পাঠান খানের পুত্র মুসলিম খান, বাগইন গ্রামের গৌছের পুত্র শামীমুল হক, দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের আব্দুর রউফ চৌধুরীর পুত্র বুরহান উদ্দিন চৌধুরী ও সিলেটের আম্বরখানা এলাকার মৃত মির্জা মনকাদ মিয়ার পুত্র সাবেক যুবদল নেতা মির্জা আবুল আহমদ।
আদালত মামলা গ্রহণ করে ছাতক থানাপুলিশকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।
মামলার বলা হয়েছে, চলতি বছরের ২৭ মে সহ বিভিন্ন সময়ে আসামীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ব স্ব ফেইসবুক আইডিতে অশালীন ভাষায় কটূক্তি করেছেন। এছাড়া সরকার বিরোধী অপপ্রচারণা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনা, দেশের মধ্যে হানাহানি সৃষ্টির ইন্ধনসহ প্রধানমন্ত্রীর অপমানজনক ব্যঙ্গাত্মক ছবিও ফেইসবুকে পোস্ট করেছেন আসামীরা। এসব মানহানীকর অপপ্রচার ও বিকৃত ছবি ফেসবুক থেকে ডিলেট করতে অনুরোধ করলে আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি