সব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর মার্কেটের নিজস্ব কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মাছুম হেলাল, সহ সভাপতি শাহজাহান চৌধুরী, যুব লীগ নেতা জমিরুল হক পৌরব। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, সাংবাদিক আমিনুল হক।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি