বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শ্রদ্ধা

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ৬:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় প্রবাসী কল্যাণ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সঙ্গে ছিলেন। পুস্পস্তবক অর্পণের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালিত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি