সব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় প্রবাসী কল্যাণ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সঙ্গে ছিলেন। পুস্পস্তবক অর্পণের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালিত হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি