সব
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী, মুজিব বর্ষ এবং জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
জনতা ব্যাংকের সুনামগঞ্জ এরিয়া প্রধান শাহাদত হোসেন সরকারের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ ছামছুল আবেদিন চৌধুরী।
উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সুনামগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোম। এসময় আশপাশ এলাকার বাসিন্দাদের মাঝে কয়েক’শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি