বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুলাউড়া প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৫:১১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের কুলাউড়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মালবাহী ট্রেনটি কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে সিলেটে যাচ্ছিল। আজ বেলা একটা ৫০ মিনিটে ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে ভাটেরা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে বেলা দুইটা ৪০ মিনিটে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ বেলা সোয়া তিনটার দিকে মুঠোফোনে জানান, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে পুনরায় যোগাযোগ স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি