সব
সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে টি এ চৌধুরী দিপু (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) রাতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিপু উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল লম্বা টিল্লা গ্রামের নুনু মিয়ার ছেলে।
জানা যায়, স্থানীয় ইউপি সদস্য ও আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেনের নামে গ্রেপ্তারকৃত ও এজহারভুক্ত আরও ৫ আসামি ফেসবুকে নানা ধরণের খারাপ ছবি ও ভিডিও প্রচার করে আসছিল। তারা এলাকায় ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে বিভিন্ন জনের বিরুদ্ধে অপপ্রচার করে তাকে। এমনকি অনেকের কাছে চাঁদা দাবি করে বলে জানা যায়।
এদিকে গত (১১ ফেব্রুয়ারি) কামরান হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (গোলাপগঞ্জ সি আর মামলা নং-৫৪/২০২০) দায়ের করেন। মামলায় টি এ চৌধুরী দিপুসহ আরও ৫ জনকে আসামি করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত টি এ চৌধুরী দিপুর বিরুদ্ধে থানায় আরেকটি মামলা (মামলা নং-৩৫/১২) রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি