সব
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও কলের নতুন ফিচার নিয়ে এসেছে। মেসেঞ্জার রুম নামের এ ফিচারের মাধ্যমে মোবাইল ও কম্পিউটার থেকে যুক্ত হওয়া যাবে গ্রুপ ভিডিও কলে।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় ভিডিও কলের ফিচার জুম, গুগল মিট, স্কাইপ এবং এমএস টিমসের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। ফেসবুকের এ ফিচারটিতে প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারেন। এখানে মিটিংয়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নেই। যতক্ষণ প্রয়োজন এ মিটিং চালিয়ে নেয়া সম্ভব।
যেভাবে তৈরি করবেন ফেসবুক রুম
ফেসবুক এবং মেসেঞ্জারের সর্বশেষ ভার্সনে আপডেট করা থাকতে হবে। পুরনো সংস্করণে এ ফিচারটি পাওয়া যাবে না।
* প্রথমে মেসেঞ্জার অ্যাপে ঢুকতে হবে
* মেসেঞ্জার থেকে স্ক্রিনের নিচে ডান দিকে থাকা People tab বাটনে ক্লিক করতে হবে।
* এরপর Create a Room অপশনে ক্লিক করে পছন্দের বন্ধুদের রুমে যুক্ত করতে হবে।
* চাইলে এ রুমের লিঙ্ক অন্যদের সঙ্গেও শেয়ার করা যাবে। এমনকি যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদেরও ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার মেসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে কানেক্ট করা যাবে। লিংক পাওয়া ব্যক্তি মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন।
ফেসবুক ভিডিও কলের এ অ্যাপটি WhatsApp এবং Instagram-এ যুক্ত করা হবে বলে জানিয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি