ফের লাইন চ্যুত ট্রেন : সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে ফের তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ানীবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর থেকে সারা দেশের সাথে বন্ধ হয়ে গেছে সিলেটের ট্রেন যোগাযোগ।

এদিকে ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে করে বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছে তারা।

এলাকাবাসী জানান, রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। আশপাশের অনেক পুকুর-জলাশয়ে জ্বালানি ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

এ ব্যপারে জানতে সিলেট রেলওয়ে ম্যানেজারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি