সব
ফের পিছিয়েছে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার চার্জ গঠন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এ মামলার চার্জ গঠনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল। তবে হত্যা মামলার এক আসামি রুবেল আহমদ অন্য একটি মামলায় কারান্তরিন থাকায় আদালতে হাজির হননি।
পরে আদালতের বিচারক এই মামলায় আর কোন সময় দেয়া হবেনা জানিয়ে আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকল আসামীদের উপস্থিত থাকার জন্য আদেশ দেন। ওইদিন আদালতে চার্জগঠনের কথা রয়েছে।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী বলেন, ছাত্রদল নেতা রাজু হত্যা মামলার চার্জ গঠন বুধবার হওয়ার কথা ছিল। আজ রুবেল নামের এক আসামী আদালতে না আসায় আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চার্জ গঠনের জন্য আদালত তারিখ নির্ধারণ করেন। রাজু হত্যা মামলায় বুধবার দিনার, সলিড ও মোর্শেদকে আদালতে হাজির করা হয়েছে। তবে আসামী রুবেল না আসায় চার্জ গঠন হয়নি। এই চারজন ছাড়া মামলার অন্য আসামীরা জামিনে রয়েছেন। রুবেলকে হত্যা মামলার পাশাপাশি আরেকটি মামলায় সম্প্রতি গ্রেপ্তর দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ আগস্ট রাতে রাজু তার মোটরসাইকেলে করে জাকির হোসেন উজ্জ্বল ও সালাউদ্দিন লিটনকে নিয়ে বাসার যচ্ছিলেন। যাওয়ার সময় কুমারপাড়ার মেইন রোডে রাইয়ান ফার্মেসির সামনে পৌঁছামাত্র আব্দুর রকিব চৌধুরীর নির্দেশে দেলোয়ার হোসেন দিনার, এনামুল হক, মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেনসহ অন্যরা রাজুর মোটরসাইকেলের গতিরোধ করে।
পরে দেলোয়ার হোসেন দিনার, মোস্তাফিজুর রহমান ও এনামুল হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে জাকির হোসেন উজ্জলের আহত হয়। এসময় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে তারা রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজুর চাচা দবির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি