ফেঞ্চুগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের ফেঞ্চুগঞ্জের দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে সিলেট ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সহযোগীতা করে।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, পণ্যের অতিরিক্ত দাম নেওয়া, নকল পণ্য বিক্রি করা ও ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অপরাধে গ্রাম বাংলা রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, আলী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৫ হাজার, বাছিত ষ্টোরকে ২ হাজার, মেডিসিন পয়েন্টকে ৭ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি