ফিলিস্তিনের পতাকাসহ স্টেডিয়ামে ঢুকতে বাধা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রবেশ করতে চেয়েছিল একদল যুবক। তবে নিরাপত্তারক্ষীদের বাধায় তাদের আর মাঠে বসে খেলা দেখা হয়নি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে এ ঘটনাটি ঘটে।

স্টেডিয়াম সূত্র জানায়, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ উপভোগ করতে কয়েকজন যুবক ফিলিস্তিনের পতাকা নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা প্রদান করেন মাঠের দায়িত্বে থাকা বিসিবির নিরাপত্তাকর্মীরা।

বিসিবির নিরাপত্তাকর্মীরা এর ব্যাখ্যা বলেছেন, একদল যুবক স্টেডিয়ামের ভেতরে ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা তাদের পতাকা রেখে প্রবেশ করতে অনুরোধ করি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি