প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারত করলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ১০:২০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারত করেছেন।

গত ১৬ জানুয়ারি শনিবার বিকেলে দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে জেলা আওয়ামীগের সাবেক সহ সভাপতি, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা মরহুম সিরাজ উদ্দিন আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী ডাঃ আব্দুস শুকুর এর কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলাগের সাবেক সাধারন সম্পাদক হাজী রইছ আলী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, উপ প্রচার সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়মীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, জেলা সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট শামিম আহমদ, সিনিয়র আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, বশির আহমদ, আওয়ামীলীগ নেতা ভিপি ময়নুল, কাদের খান, টুকু খান, কালীঘাটের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল কুদ্দুছ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক জায়েদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা শাহীন আলী, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম আমিন, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তারেক আহমদ, ছাত্রলীগ নেতা আলী আহমদ সাকের প্রমুখ।

প্রয়াত মরহুম সিরাজ উদ্দিন আহমদ ও ডাঃ আব্দুস শুকুরের কবর জিয়ারত শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল আলী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি