প্রীতিলতার শুটিংয়ে আহত পরীমনি

বিনোদন ডেস্ক;
  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বেশ আয়োজন করে শুরু হয়েছে প্রীতিলতার শুটিং। সেখানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শুটিং করতে গিয়ে আজ আহত হন তিনি।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাজধানীর নিকেতনে শুরু হয়েছে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’র শুটিং। সেখানে লাঠিখেলার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন পরীমনি।

এ খবর নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ। তিনি বলেন, ‘পরীমনি হাতে চোট পেয়েছেন। তবে গুরুতর কিছু নয়। গতকাল লাঠিখেলার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন তিনি। বর্তমানে বিশ্রামে রয়েছেন।’

নায়িকা আহত হওয়ায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুটিং বন্ধ রেখেছেন পরিচালক। শুক্রবার থেকে আবার শুটিং শুরু করবেন বলে জানান তিনি। পরীমনি যোগ দেবেন শনিবার থেকে।

গোলাম রাব্বানির চিত্রনাট্যে নির্মিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি