সব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি আজ বিকাল ৪ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার জন্য মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শামসুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আহমদ কবীর এবং মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোঃ ইকলাছ উদ্দিন এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি