প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন : মোকাব্বির খান এমপি

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গণফোরামের নির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেছেন, মহামারি করোনাভাইরাস সংকট মোকাবেলায় সারা বিশ্ব স্তব্ধ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন দূর্যোগকালীণ সময়ে দেশে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সংকট মোকাবেলা করেছেন। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আমিও তাঁর মত সিলেট-২ আসনের মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথের ‘খান ফাউন্ডেশন, মাইজগ্রাম দেওকলস’র উদ্যোগে মাইজগ্রামের প্রাক্তণ মেম্বার মরহুম আলীওর খানের বাড়িতে উপজেলার ৮ গ্রামের দুইশত অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খান ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এমপি মোকাব্বির খান আরও বলেন, সরকারের পাশাপাশি ‘খান ফাউন্ডেশন বিশ্বনাথের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছে।

মাইজগ্রাম দাখিল মাদরাসার নির্বাহী সভাপতি ও প্রবীণ মুরব্বী মাহফুজ রহমানের সভাপতিত্বে ও সমাজসেবক ইসলাম খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ ও দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মাওলানা মাহমুদুর রহমান এবং খান ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সাইফ খান অমি।
এসময় দেওকলস ইউনয়িনের নোয়াগাঁও, কান্দিগ্রাম, ধলিপাটলী, মাইজগ্রাম, কজাকাবাদ, মজনপুর, একাবাড়ি ও নয়া সৎপুর গ্রামের দুই শতাধিক মানুষের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৩কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন, ২কেজি আলু, ১কেজি লবন এবং ৩০০গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া বিতরণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজগ্রাম দাখিল মাদরাসার প্রতিষ্টাতা সভাপতি হাজী সমছু মিয়া লয়লুছ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভনিং বডির সভাপতি সালা উদ্দিন, বিশ^নাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সদস্য আব্দুস সালাম, সাংবাদিক অসিত রঞ্জন দেব, সংগঠক আব্দুস শহীদ, ‘বিএইচডি আই’র কান্টি ডিরেক্টর কামাল আহমদ মাছুম, সমাজসেবক মবশি^র আলী, আজাদুর রহমান খান প্রমুখ।
সভা শেষে খান ফাউন্ডেশনসহ বিশ্বনাথের সকল প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি