সব
প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মো. আবদুল করিমকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালাস কর্তৃক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।
মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের টেকসই মডেল প্রণয়নে সহায়ক গবেষণা ও অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি অর্জন করেন।
করিমের এ গবেষণার তত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এমএ বাকী খলিলী এবং বহি:পরীক্ষক ছিলেন ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্কুলের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সবুর মোল্লা। তাঁর এ গবেষণা বাংলাদেশে টেকসই দারিদ্র্য বিমোচনের নীতি কৌশল প্রণয়ন ও কর্মপন্থা নির্ধারনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যায়।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত জনাব করিম ইতোপূর্বে স্বরাষ্ট্র, বাণিজ্য, মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়, অভন্তরীণ সম্পদ বিভাগ এবং সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ব্র্যাক এর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি